ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
লালমনিরহাট-৩ আসনে নৌকা চেয়ে ১১ চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট :
  • ২০২৩-১১-২২ ০৫:৩৯:৪৫

লালমনিরহাট-৩ সদর আসনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানকে মনোনয়ন প্রদানের দাবী জানিয়ে ১১জন চেয়ারম্যান সংবাদ সম্মেলন করছেন।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ হল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সদর উপজেলার জনপ্রতিনিধিরা। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। এই সংবাদ সম্মেলনে ৭ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ২জন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্যগন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন, সংবাদ নেতারা বলেন, বিএনপির প্রভাবশালী নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নির্বাচনী এলাকা লালমনিরহাট সদর-৩ আসনটি বরাবরই ভোটের মাঠ দখলে ছিল বিএনপির। বিএনপির সাংগঠনিক প্রভাবের কাছে ক্ষমতাসীন আওয়ামীলীগ সাংগঠনিক ভাবে কখনোই পেরে উঠেনি।

কারন হিসেবে নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে বলেন, লালমনিরহাট- ৩ আসনটি বিগত কয়েকটি নির্বাচনে শরীকদল জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হয়। ফলে জনসমর্থন থাকলেও দলীয় ভাবে সংসদ সদস্য গঠন করা সম্ভব হয়নি। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ৩ আসনে নৌকা প্রতীক চেয়ে মনোনায়ন সংগ্রহ করেছেন জেলা আওয়ামীলীগের সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমানসহ কয়েকজন। অ্যাডভোকেট মতিয়ার রহমান তৃণমুলের প্রান জনবান্ধব ও ত্যাগী পরিচ্ছন্ন একজন নেতা। আসন্ন নির্বাচনে এ আসনে মতিয়ার রহমানকে নৌকা প্রতীক দিতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানানো হয় সংবাদ সম্মেলনে।

শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
সর্বশেষ সংবাদ