ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান ওলিও'র পদত্যাগ
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
  • ২০২৩-১১-২২ ০৪:০৩:৪৪

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ  ছেড়েছেন ফিরোজুর রহমান ওলিও। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিবের কাছে আজ মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। বিদ্রোহী প্রার্থী হিসেবে ওই নির্বাচনে জয়ী হন ওলিও।  তিন দিন আগে আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে মনোনয়ন পেতে আগ্রহী ওলিও পদত্যাগপত্রে সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসাবে  শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও পরবর্তীতে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নিরন্তর কাজ করেছেন উল্লেখ করে বলেন-'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে আমি বাংলাদেশ আওয়ামীলীগ থেকে ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য বিধি মোতাবেক মনোনয়নপত্র ক্রয় করবো এবং দলীয় মনোনয়ন পেলে আমি জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসন থেকে প্রতিদ্বন্ধিতা করবো ইনশাল্লাহ। এমতাবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য আমি বিধি মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছি।'

দিনাজপুরে যুবকের হাসুয়ার কোপে বৃদ্ধ নিহত: গণপিটুনিতে নিহত ঘাতক
ধান কাটতে গিয়ে নরসিংদীর সদর আলোক বালিতে বজ্রপাতে নিহত ৩, আহত ২
উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন কোতোয়ালের মোটর সাইকেল মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ করেন
সর্বশেষ সংবাদ