ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন-২০২৪ পুঠিয়া-দুর্গাপুরে নৌকা পেতে নবীণ-প্রবীনের লড়াই
  • মোবারক হোসেন শিশির, দুর্গাপুর (রাজশাহী):
  • ২০২৩-১১-২২ ০০:২২:৫৬

নির্বাচনী মাঠে নেই কোন প্রার্থী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন যেন এক সোনার হরিণ। নির্বাচনী মাঠে দলীয় ও সাধারন ভোটারদের সমর্থন আদায়ের চেয়ে সোনার হরিণ নামক নৌকা প্রতিকের মনোনয়ণ পেতে প্রবীণ-নবীণ ১৭ মনোনয়ন প্রত্যাশী বর্তমানে রাজধানীমূখী।

নির্বাচনী এলাকার হাট-ঘাট, বাজার, চা স্টল, মোড়, অফিস-আদালত, পাড়া-মহল্লা সহ জনসমাবেশ স্থল গুলোতে বর্তমানে একই গুঞ্জন কে পাচ্ছেন নৌকা প্রতীকের মনোনয়ন। 

৫৬, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনটিতে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেতে রীতিমতো লড়াই চালিয়ে যাচ্ছেন বর্তমান ও সাবেক সংসদ সদস্য সহ ১৭জন প্রবীন-নবীণ মনোয়ন প্রত্যাশী। দলীয় একটি সূত্রে জানাগেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী’র (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করার প্রত্যয়ে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন শেষে জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রদ্যুত কুমার সরকার, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম হীরা বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, দুর্গাপুর পৌর মেয়র ও দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদুর রহমান মিঠু, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মবিষয়ক কেন্দ্রিয় উপ কমিটির সদস্য ও জেলা যুবলীগের সাবেক সভাপতি শিল্পপতি ওবায়দুর রহমান, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম তাজুল ইসলাম  ফারুকের কন্যা তানজিমা শারমনি মুনি, আওয়ামীলীগ নেতা সাবেক প্রক্টর ডা. মোজাফ্ফর হোসেন, আওয়ামীলীগ নেতা ডা. আলম, সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিঃ শরিফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাড. শরিফুল ইসলাম, আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য ও জেলা যুবলীগের সাবেক যুগ্ন সম্পাদক এ্যাড. গোলাম রাব্বানী, জেলা পরিষদের সাবেক সদস্য মো. ফজল,  আওয়ামীলীগ নেতা এ্যাড. খন্দকার আঃ রহিম ও পুঠিয়ার ভালুকগাছী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান। তফশিল ঘোষনার পূর্বে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারনা, গনসংযোগ, নেতাকর্মীদের সাথে সাক্ষাত ও মতবিনিময়ের ধারবাহিকতায় সরগরম হয়ে উঠেছিলো নির্বাচনী এলাকা। বর্তমানে তফশিল ঘোষনার থেকে সংসদ সদস্য পদে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সম্ভ্রাব্য প্রার্থীরা মনোনয়ন নিজ আয়েত্বে নিতে রাজধানী ঢাকায় মনোণয়ন বোর্ডের সদস্য ও কেন্দ্রিয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের নিকট দৌড়ঝঁাপ করছেন। সোনার হরিণ নৌকা প্রতিক কে পাচ্ছেন সেদিকে তাকিয়ে আছে এই নির্বাচনী আসন সহ সারাদেশের দলীয় নেতাকর্মী সমর্থক ও সাধারন ভোটাররা।

২৩ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে দলীয় প্রধান শেখ হাসিনা’র সিদ্ধান্ত মোতাবেক ২৫/২৬ নভেম্বর দলীয় মনোনয়ন প্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষনা হতে পারে বলে দলীয় সূত্রে জানাগেছে।

 গণহত্যা-দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল
২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
রাজনৈতিক দলগুলো ৫৩ বছরেও সংস্কার করতে পারেনি: রিজওয়ানা