ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে শপথ তিন’শ কিশোর কিশোরীর
  • নূর আলম, নীলফামারী:
  • ২০২৩-১১-২২ ০০:২১:৩৩

বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছে নীলফামারীর তিন’শ কিশোর কিশোরী। 
গতকাল দুপুরে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া আয়োজিত শিশু ও যুব সমাবেশে এই শপথ নেয় তারা। 

শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। 

ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া ম্যানেজার লোটাস চিসিম সমাবেশে স্বাগত বক্তব্য দেন। 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, নীলফামারী প্রেসক্লাব সভাপতি তাহমিন হক ববি, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুশফিকুর রহমান বক্তব্য দেন।
 
সংশ্লিষ্ঠরা জানান, জেলা শহর ছাড়াও সদর উপজেলার চারটি ইউনিয়নে শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে আয়োজক সংস্থা। যৌতুক, বাল্য বিবাহ, মাদক, শিশু শ্রম প্রতিরোধে সচেতনতা মুলক নানা কর্মসুচি বাস্তবায়ন করছে তৃণমুল পর্যায়ে। 

ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া ম্যানেজার লোটাস চিসিম বলেন, ৩৫টি শিশু ও যুব ফোরামে কিশোর কিশোরীরা এতে অংশ নেয়। মুলত সামাজিক অবক্ষয়গুলো তাদের জানিয়ে দেয়া, তৃণমুল পর্যায়ে তারা যেন এখানকার বার্তাগুলো ছড়িয়ে দিতে পারে এজন্য সমাবেশের আয়োজন করা হয়। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী