ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদককে বরখাস্তের প্রতিবাদে জেলা শিক্ষক সমিতির মানববন্ধন ও
  • সুলতান মাহমুদ, দিনাজপুর:
  • ২০২৩-১১-২১ ০৮:১৩:২৮

দিনাজপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে ম্যানেজিং কমিটি কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবীতে জেলা শাখা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। 

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী ও পওে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন । 

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা সমাজের বিবেক। শিক্ষকদের সম্মান সর্বোচ্চ তাদের তুলনা কারও সঙ্গে চলে না। অথচ সেই শিক্ষকগণ বিশেষ করে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্ণিং বডির যাতাকলে পৃষ্ট। তাদের অন্যায়, অবিচার, দূর্নীতিসহ সব কিছু মাথা পেতে মেনে নিতে না পারার কারণে আজ সারা দেশের বেসরকারী শিক্ষকগণ সম্মান নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ঢাকার যাত্রাবাড়ী সবুজ বিদ্যাপিঠ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদকে ষড়যন্ত্রমূলকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাতলুবুল মামুন, সিনিয়র সহ-সভাপতি মো. ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান হাকিম, কোষাধ্যক্ষ এ কে এম ফজলুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. মাসউদ আলম, ক্রিসেন্ট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা ইয়াসমিন প্রমুখ। 

মানববন্ধন শেষে দিনাজপুর জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী