সারাদেশের সামাজিক ক্লাবের অংশগ্রহণে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে গুলশান ক্লাব অলিম্পিয়াড। ঢাকার গুলশান ক্লাব আয়োজিত এই আন্তঃক্লাব স্পোর্টস কার্নিভাল ২৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২ ডিসেম্বর।
সোমবার গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি এ ঘোষণা দেয়।
গুলশান ক্লাব অলিম্পিয়াডের লোগো ও জার্সি উন্মোচন করেন গুলশান ক্লাবের চেয়ারম্যান রফিকুল আলম হেলাল ও আয়োজক কমিটির প্রধান ড. ওয়াহিদুজ্জামান তমাল। এছাড়াও উপস্থিত ছিলেন ভেন্যু পার্টনার গুলশান ইয়ুথ ক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান।
সামাজিক প্রতিষ্ঠান হিসেবে গুলশান ক্লাব লিমিটেডের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে ক্লাবের চেয়ারম্যান বলেন, প্রতিযোগিতামূলক খেলার মাধ্যমে তরুণ-বৃদ্ধসহ সামাজিক ক্লাবের সকল সদস্যদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও আন্তরিক সৌহার্দ্য গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন।
অলিম্পিয়াডটি ২০১৯ সালে প্রথম আয়োজন করা হয়েছিল। কোভিড-১৯ এর কারণে মাঝে দুই বছর তা অনুষ্ঠিত হয়নি।
ঢাকা ব্যাংক লিমিটেড এবং ভাইয়া হাউজিং এই কার্নিভালের প্লাটিনাম স্পন্সর এবং গোল্ডেন স্পন্সর হিসেবে রয়েছে ওরিয়ন ফুটওয়্যার লিমিটেড এবং প্রাইম ব্যাংক।
আয়োজকদের মতে, ইভেন্টের জন্য ইতিমধ্যে ৯০০ জনেরও বেশি সদস্য নিবন্ধন করেছেন।
এবারের অলিম্পিয়াডে মোট ১৮টি ক্লাব অংশ নিচ্ছে। ক্লাবগুলো হলো আমেরিকান ক্লাব, অল কমিউনিটি ক্লাব লিমিটেড, বনানী ক্লাব, বারিধারা কসমোপলিটন ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, ক্লাব শাহীন লিমিটেড, ঢাকা বোট ক্লাব, ঢাকা ক্লাব, জার্মান ক্লাব ঢাকা, গুলশান ইয়ুথ ক্লাব, গ্রেগরিয়ান অ্যালামনাই ক্লাব লিমিটেড, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব, খুলনা ক্লাব লিমিটেড, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব এবং উত্তরা ক্লাব।
এবারের অলিম্পিয়াডে কুস্তি, ব্যাডমিন্টন, মহিলাদের বাস্কেটবল, দাবা, ক্রিকেট, ফুটবল, গলফ, পুল, স্নুকার, স্কোয়াশ, টেবিল টেনিস, টেনিস- এই ১৩টি খেলায় মোট ১৮টি ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রথম কোনো কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। মেয়েদের জন্য 'পাওয়ার অফ সি' নামে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হবে। বিভিন্ন ক্লাবের সদস্য ও তাদের সন্তানরাও এই ক্রীড়া উৎসবে অংশগ্রহণ করতে পারবে।
গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল ও ব্যাডমিন্টন। গলফ হবে কুর্মিটোলা গলফ ক্লাবে। বাকি সব খেলা গুলশান ক্লাবে অনুষ্ঠিত হবে।