ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৩-১১-২১ ০৭:৪৯:২৩

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে আকবর আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 
আজ সকালে নীলফামারী-সৈয়দপুর রেলপথের গাছবাড়ি রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
 
৬৫বছর বয়সী আকবর আলী জেলা শহরের বারইপাড়া এলাকার মৃত. আব্বাস আলীর ছেলে। 

নিহতের ভাই মনোয়ার হোসেন জানান, বেশ কিছু দিন থেকে অসুস্থ্য ছিলেন তিনি। মানসিক ভাবেও ক্ষতিগ্রস্থ ছিলেন। আজ সকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর জেনে ঘটনাস্থলে গিয়ে তার মৃতহদেহ শনাক্ত করি। 

জিআরপি পুলিশ সুত্র জানায়, সকাল পৌণে ছয়টার দিকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসে কাটা পড়ে মারা যান তিনি। কোন অভিযোগ না থাকায় মৃতদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। 

সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ(ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে জানান, মানসিক ভারসাম্যহীন ছিলেন আকবর আলী। গেল কয়েক দিন থেকে অসুস্থ্যতা বেড়ে যাওয়ায় ট্রেনে কাটা পড়ে আত্মহত্যা করেন তিনি।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী