অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৫০হাজার টাকা জরিমানা
- নীলফামারী প্রতিনিধি:
-
২০২৩-১১-২০ ০৬:২৯:০৭
- Print
নীলফামারীর ডিমলায় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে লাভলু ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে গতকাল বিকেলে।
নাউতারা ইউনিয়নের মধ্য কাকড়া এলাকায় অভিযান চালিয়ে জরিমানার টাকা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) ফারজানা আকতার।
অভিযান সুত্র জানায়, মধ্য কাকঁড়ায় স্থানীয় নদী থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ট্রাক্টরসহ অন্যান্য উপকরণ পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ব্যবসায়ী লাভলুর।
সহকারী কমিশনার(ভুমি) ফারজানা আকতার জানান, একই এলাকার বাসিন্দা তিনি।