ঢাকা বুধবার, মে ১, ২০২৪
মদিনা টেক উদ্ভাবিত ডঃ চাষী অ্যাপস বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৩-১১-১৯ ১২:৩০:৩৭

সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সভাকক্ষে মদিনা টেক লিমিটেড কর্তৃক উদ্ভাবিত ডঃ চাষী (AI) মোবাইল অ্যাপস বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শেখ মোহাম্মদ বখতিয়ার- নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ আব্দুস সালাম সদস্য পরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা, অজিত কুমার চক্রবর্তী সদস্য পরিচালক মৎস্য বিভাগ- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ডঃ মুহাম্মদ মোশাররফ উদ্দিন মোল্লা- সদস্য পরিচালক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

মদিনা টেক লিমিটেডের পক্ষে কোম্পানির সিইও মদিনা আলী উপস্থিত ছিলেন। একই সাথে মদিনা টেক লিমিটেডের প্রধান উপদেষ্টা ডঃ মোঃ আব্দুল মজিদ, বিজনেস উপদেষ্টা মোঃ ইরাদ আলী, নির্বাহী পরিচালক আতিফ আহমেদ, লিড কৃষিবিদ সমিরন বিশ্বাস, সিটিও মাহমুদুল হাসান এবং বিজনেস ডেভলপমেন্ট এসোসিয়েট আবুল কাশেম উপস্থিত ছিলেন।

ড. চাষী বিষয়ক উপস্থাপনা তুলে ধরেন মদিনা টেক লিমিটেডের সিইও মদিনা আলী, আতিফ আহমেদ এবং সমীরন বিশ্বাস। সভায় ডক্টর চাষী বিষয়ে কৃষিতে আধুনিক এয়াই প্রযুক্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

উপস্থিত বিজ্ঞানীগণ ডক্টর চাষির এই ইনোভেশনকে কৃষিতে একটি নতুন সংযোজন বলে অবহিত করেন। তারা আগামীতে কৃষিতে ডক্টর চাষীকে মাঠ পর্যায়ে আরো সম্প্রসারণ করার জন্য সুপারিশ করেন। 
 
প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার বলেন, ডক্টর চাষী একটি কার্যকারী আবিষ্কার। এটিকে আগামীতে কীভাবে সরকারি এবং বেসরকারি পর্যায়ে কাজ করা যায় সেই বিষয়গুলি নিয়ে আগামীতে আরো কার্যকরী সভা এবং যোগাযোগ অব্যাহত রাখা হবে।  তিনি  বলেন, মদিনা টেকের এই উদ্ভাবন অবশ্যই প্রশংসার দাবি রাখে। এ ধরনের উদ্যোগ আগামী স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট কৃষি বিনির্মাণে কার্যকারী ভূমিকা রাখবে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের বিভিন্ন দপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক (কম্পিউটার ও জিআইএস) এবং সদস্য পরিচালক (এইআরএস)বৃন্দ ।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি ‘র এক বছর পূর্তিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইআবি শাখার ফুলেল শুভেচ্ছা
স্বাধীনতা ও জাতীয় দিবসে বিসিএসআইআর-এর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ
অবৈধ ফোনের দখলে দেশের বাজার: বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার
সর্বশেষ সংবাদ