লালমনিরহাটের হাতীবান্ধায় গরু চুরি করার অভিযোগে ৪ জনকে আটক করে ৩ জনকে পুলিশে দিয়েছে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ।
রোববার দুপুরে তাদের পুলিশে সোপর্দ করেন টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন।
এর আগে শনিবার ভোর রাতে ওই ইউনিয়নের ২ ওয়ার্ডের আলী আকবরের পুত্র রবিউলের বাড়ি থেকে একটি গরু চুরি হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই গরুটি উদ্ধারসহ ওই ৪ জনকে আটক করে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।
আটককৃতরা হলেন, টংভাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রমজান আলীর পুত্র বাবু মিয়া, সেকেন্দার আলীর পুত্র রফিকুল ইসলাম, রমজান আলীর পুত্র সুজন ও বড়খাতা এলাকার আমজাদ হোসেনের পুত্র সেলিম হোসেন। তাদের মধ্যে রফিকুল ইসলামকে জিঞ্জাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয় এবং বাকি ৩ জনকে পুলিশে সোপর্দ করা হয়।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গরু চুরির অভিযোগে আটক ৩ জনকে ওই মামলায় আসামী করা হয়েছে।