ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্থ রেলপথ মেরামত শেষে ১৪ ঘন্টা পর আপ লাইনে ট্রেন চলাচল শুরু
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
  • ২০২৩-১১-১৯ ১২:১৬:২৯

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহি ট্রেনের বগি লাইনচ্যুতিতে ক্ষতিগ্রস্থ রেললাইন মেরামত শেষে প্রায় ১৪ ঘন্টা পর রবিবার রাত সাড়ে ১০ টা থেকে আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। এরআগে সকাল সাড়ে আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন আউটার এলাকায় একটি মালবাহী ট্রেনের একটি বগির ৪ চাকা লাইনচ্যুত হয়। এতে  আপ লাইনে (ঢাকা অভিমুখে) ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে। পরে পাঘাচং থেকে তালশহর রেলষ্টেশন পর্যন্ত ১৬ কিলোমিটার ডাউন লাইনে আপ লাইনের ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়। 

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ৩ নম্বর লাইনে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আখাউড়া থেকে  রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।

বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে’:সমাজকল্যাণ মন্ত্রী
মাধবদী বিবির কান্দিতে বেঙ্গল বি লিমিটেড ব্যাটারি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ এলাকাবাসীর
দিনাজপুরে বিদ্যুতের অভাবে সেচকাজ ব্যাহত, দুশ্চিন্তায় দিনাজপুরের বোরো চাষি
সর্বশেষ সংবাদ