ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
বানেশ্বরে সংসদ সদস্যের উদ্বাধনী ফলক ভেঙ্গে ফেলার অভিযোগ
  • মো: সাজেদুর রহমান, পুঠিয়া (রাজশাহী):
  • ২০২৩-১১-১৯ ০৬:০৩:১৯

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা স্কুল এন্ড কলেজে সংসদ সদস্য প্রফেসার ডাঃ মনসুর রহমানের উদ্বোধনী ফলক ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে স্কুল এন্ড কলেজের সভাপতি বাবু শেখের বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি ও চাপা উত্তেজনার বিরাজ করছে। গত ২০২০ সালে শহীদ নাদের আলী বালিকা স্কুল এন্ড কলেজের উর্ধমূখী সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য প্রফসর ডাঃ মনসুর রহমান। স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন নানু জানান, গত সভায় আমাদের কলেজের প্রধান ফটকের সামনে একটি মেহোগনি গাছ মারা যাওয়ায় গাছটি কাটার সিদ্ধান্ত হয়,  কিন্ত সভাপতি সাহেব গাছটি কাটার সকল প্রক্রিয়া সম্পন্ন না হতেই গত ১৩ নভেম্বর সকালে কয়েকজনকে গাছটি কাটার জন্য পাঠান। গাছটির সামনে ফলকটি থাকায়, ফলটিক উঠিয়ে ফেলে, গাছ কাটতে শুরু করে। এ সময় আমি খবর পেয়ে গাছটি কাটতে বাধা দিলে তারা গাছটি না কেটে চলে যায়। এসময় ফলকটি ভাঙ্গা আবস্থায় পরে ছিলো।

এ বিষয়ে শহীদ নাদের আলী বালিকা স্কুল এন্ড কলেজের সভাপতি মাহবুব আলম বাবু শেখ বলেন, গাছটি মারা হওয়ায় এবং ফলকটির সামনে ছিলো। যে কোন সময় গাছটি পর ফলকটির ভেঙ্গে  যেতে পারে। সে কারণে আমারা গাছটি কাটার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও তিনি আরও বলেন, গাছটি কাটার জন্য কথাবার্তা চলছিল, কিন্ত গাছ কাটতে এসে ফলকটি উঠিয় রাখবে এটা আমার জানার বাইরে। আমি জানার পর ঐ শ্রমিকদের বকাবকি করি ও ১৪ নভেম্বর তাদেরকে দিয়ে ঠিক করে নিয়েছি। পরে তা আবার সেখানে বাসিয়ে দেওয়া হয়েছে। 

ময়মনসিংহ চুরখাই বাজার মৈশালী পুকুরপাড় জমি নিয়ে বিরোধ ও হামলার জেরে থানায় অভিযোগ
বাংলাদেশে ২ কোটি শিশু প্রতিদিন জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সম্মুখীন হচ্ছে
আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ
সর্বশেষ সংবাদ