ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভোলায় মিধিলির প্রভাবে ২ লাখ হেক্টর জমির আমন ধান সহ শত কোটি টাকার ইট ভাটা ক্ষতিগ্রস্ত
  • মোঃ জহিরুল হক, ভোলা
  • ২০২৩-১১-১৯ ০৪:৫৩:১৭

ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ভোলা জেলার ৭ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার ৫৯টি ইউনিয়নের ৫২৬টি ওয়ার্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে প্রায় ২ লাখ হেক্টর আমন ও মৌসুমী ফসল, ৫ শতাধিক বসতঘর, শত কোটি টাকার ইট ভাটা সহ ২টি ট্রলার ডুবির ঘটনায় প্রায় কয়েকশত কোটি টাকার ক্ষতি হয়েছে এবং বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবির জানান, জেলার চরাঞ্চলসহ বিভিন্ন উপজেলায় মোট ১ লক্ষ ৭৫ হাজার ৯শ' হেক্টর জমির কাঁচাপাকা আমন ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ২৭% ধান হেলে পড়েছে এবং মৌসূমী ফসল খেতে বপন করা ৫০% গম, খেশারী ও সরিষা পানিতে নষ্ট হয়ে গেছে।

জেলা ত্রান ও পূনর্বাসন সুত্র  জানায়,জেলার বিভিন্ন স্থানে ৫ শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আংশিক ঘর ৪২৬টি ও ৭৩টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে।

এছাড়াও ভোলা জেলার বৈধ ১৪০টি ইট ভাটার মধ্যে প্রায় ১শ' ইট ভাটায় তৈরী কাঁচা ইট সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। প্রতিটি ইট ভাটার কমপক্ষে ২০ থেকে ২৫ লাখ টাকা করে প্রায় শত কোটি টাকা কাঁচা ইট আগুন দেয়ার পূর্বে নষ্ট হয়ে গেছে।

জেলা মৎস্য আবুল কালাম আজাদ জানায়, ঘূর্ণিঝড় মিধিলি'র প্রভাবে তজুমদ্দিন ও মনপুরা উপজেলার মেঘনায় ২টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ৬ জেলেকে উদ্ধার করা হলেও বাদশা (৫০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ বাদশাকে উদ্ধারে পুলিশ ও কোস্ট গার্ড কাজ করছে।

ভোলা বিদ্যুৎ বিভাগের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ বলেন, ঘূর্ণিঝড় মিধিলি'র কারনে জেলার বিভিন্ন স্থানে অনেক ক্ষক্ষতি হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহে বিভ্রাট ঘটেছে।সব জায়গায় বিদ্যুৎ লাইন এখনও চালু করতে পারি নাই তবে সচল করতে আমরা কাজ করছি।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী