ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পার্বতীপুরে গ্রাহক পর্যায়ে নেসকো'র দ্বিতীয় ধাপের গণশুনানি অনুষ্ঠিত
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর):
  • ২০২৩-১১-১৯ ০৪:৪১:২৭

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পার্বতীপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে আজ রবিবার সকাল ১১টায় বিদ্যুৎ গ্রাহক পর্যায়ে এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নেসকো দিনাজপুর পরিচালন ও সংরক্ষণ সার্কেল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফরিদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আকিবুল ইসলাম, নেসকো পার্বতীপুর এর আবাসিক প্রকৌশলী কাওছার আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান ও রফিকুল ইসলাম এবং সাংবাদিক মামুনুর রশিদ, জাকির হোসেন ও মেনহাজুল ইসলাম প্রমুখ। 

গণশুনানীতে প্রধান অতিথি গ্রাহকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে সকলের প্রশ্নের উত্তর দেন। বিদ্যুতের লোড বৃদ্ধির বিষয়ে প্রকৌশলী ফরিদুল হাসান বলেন, অপ্রয়োজনীয় ভাবে যেসব গ্রাহকের বৈদ্যুতিক লোড বৃদ্ধি করা হয়েছিলো তা ইতোমধ্যেই কমিয়ে দেয়া হয়েছে এবং এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। অবৈধ বিদ্যুত ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চলমান এবং প্রতিমাসে এ ধরনের গণশুনানি চলবেই। চাইলে গ্রাহক পর্যায়ে যে কেউ এ গণশুনানিতে অংশগ্রহণ করে তাদের অভিযোগ ও সমস্যার কথা আমাদের জানাতে পারে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী