ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পার্বতীপুরে লরি ড্রাইভারের কর্তব্যের অবহেলায় ওয়েলডিং কাজে প্রান গেল ওয়েলডিং মিস্ত্রি রতনের
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর):
  • ২০২৩-১১-১৯ ০৪:০৪:৫১

পার্বতীপুরে ট্যাংক লরি চালকের কর্তব্যে অবহেলার কারনে ওয়েলডিং করার কাজে নিয়োজিত রতন (৩৫) নামের এক ওয়েলডিং মিস্ত্রি ভয়াবহ দূর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরন করেছে।

প্রত্যক্ষদর্শী, রেলওয়ে থানা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধার পর দিনাজপুর ঢ-৪১-০০১১ নং লরির চালক সিরাজুল ইসলাম বাস টারমিনালস্থ রতন গ্যারেজে লরিটি সংস্কার করতে নিয়ে যান। পরে গ্যারেজ মিস্ত্রি (মালিক) রতনকে লরিটি’র বিভিন্ন স্থান দেখিয়ে দিয়ে ওয়েলডিং করতে বলে পাশের দোকানে চা খেতে বসেন। ওয়েলডিং মিস্ত্রি রতন ও সহকারী নাহিদ বাস টারমিনাল চত্বরে লরিটি’র উপরের ঢাকনা না খুলেই ঝালাইয়ের কাজ শুরু করেন। কাজ শুরুর কিছুক্ষন পরেই বিকট শব্দে বিস্ফোরিত হয়ে লরিটি’র সামনের ও পেছনের ঢাকনা উড়ে যায়। এসময় গুরুতর আহত হন মিস্ত্রি রতনসহ তার সহকারী নাহিদ ও একটি বাসের সুপারভাইজার বাদশা। এ ঘটনায় বাস টারমিনালের ভেতরে থাকা একটি মিনি বাসও ক্ষতিগ্রস্ত হয়। আহতদেরকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হলে রতনের অবস্থার অবনতি ঘটলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু ঘটে। আহত বাদশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আজ রোববার ঘটনাস্থল পরিদর্শনকারী পার্বতীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার নির্মল কুমার রায় জানায়, ট্যাংক লরিতে কোন বৈদ্যুতিক কাজ করানোর কয়েক ঘন্টা পূর্ব থেকেই লরির ভেতরের তেল (পেট্রোল/ডিজেল) বের করে পানি দিয়ে সম্পূর্ন পরিস্কার করে রাখার নিয়ম। এক্ষেত্রে তা করা হয়নি। হয়তোবা লরির ভেতরের তলায় পেট্রোল বা ডিজেলের কিছু অংশ ছিল। এছাড়াও ওয়েলডিং করাকালে লরিটি’র উপরের ঢাকনাও বন্ধ রাখা হয়। ইলেক্ট্রিক্যাল ওয়েলডিংয়ের ফলে গরম তাপে ভেতরে অতিরিক্ত গ্যাস সৃষ্টি হয়েই বিস্ফোরন ঘটেছে। এ কর্মকর্তা আরও বলেন, লরি ড্রাইভার, লরি মালিক বা গ্যারেজ মিস্ত্রিগনের সুষ্ঠ কোন তদারকি ছিলনা বলেই ভয়াবহ এ দূর্ঘটনাটি ঘটেছে।
  
এ বিষয়ে ভাষ্য জানতে লরি মালিক আব্দুর রশিদের মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি ঘটনার দিন রংপুরে ছিলাম। এটি একটি বেদনাদায়ক দূর্ঘটনা।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত