পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার বলেছেন, বর্তমানে নরমাল যে ইট ভাটা গুলো রয়েছে সেগুলো পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ক্ষতি থেকে বাঁচার জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এগুলো উদ্ভাবনের মাধ্যমে যে পণ্য উৎপাদিত হবে সেগুলো আমাদের ব্যবহারের জন্য বলেছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যে কাজটি আমরা করব সেটি পরিবেশ বান্ধব হতে হবে। এবং পরিবেশের জন্য ক্ষতিকর যা কিছু আছে তা আমাদের পরিহার করতে হবে। তিনি সবসময় একটি কথা বলেন যে এই দেশটিকে আমরা যদি সুন্দরভাবে গড়ে তুলতে চাই, আমাদের জনগণের যেমন দেশপ্রেম থাকতে হবে।
তেমনি আমরা যারা কাজ করি শতভাগ দেশপ্রেম নিয়েই আমাদের কাজটি করতে হবে। আমরা যখন উন্নয়ন কাজ বাস্তবায়ন করি তখন দেখা যায় যে অনেক জায়গায় আমাদের অনেক ঘাটতি রয়েছে। আমরা পরিবেশের ক্ষতি করছি। আমরা মনে করি এটি একটি সফল উদ্যোগ ইএসডিও'র। ইএসডিও একজন স্বপ্নদ্রষ্টার নেতৃত্বে আছেন । ড. মুহম্মদ শহীদ উজ জামান যে কাজগুলো করছেন এদেশের কল্যাণের জন্য করছেন। এবং ঠাকুরগাঁওয়ের মতো অঞ্চলে এ ধরনের প্রয়াস আমাকে মুগ্ধ করেছে। এরকম উদ্ভাবনী কার্যক্রম যদি সারা বাংলাদেশের সবাই করে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, ২০৪১ এর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সেটি আমরা অর্জন করতে পারব।
তিনি শনিবার বিকেলে ঠাকুরগাঁও এর পল্টন নামক এলাকায় ইএসডিও'র আয়োজনে এবং পিকেএসএফ'র সহযোগিতায় ডিজিটাল কংক্রিট ব্লক পরীক্ষাগার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর ডাক্তার স্বান্তনা রানী দত্ত,ইএসডিও'র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান,ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
এর আগে তিনি ইকো সলিড এন্ড হল ব্লক উৎপাদন কারখানা ও ইএসডিও ইআইটি সেইপ এর এয়োসিব এবং বাসি প্রকল্পের চলমান ট্রেড সমুহ পরিদর্শন করেন।