ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
কুড়িগ্রামে ফেন্সিডিল, গাঁজা ও হেরোইনসহ গ্রেফতার ৫
  • এম এস সাগর, কুড়িগ্রাম
  • ২০২৩-১১-১৫ ০৫:০৯:৪৫
কুড়িগ্রাম জেলা পুলিশের সুপারের নির্দেশে গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের অভিযানে ১৪০বোতল ফেন্সিডিল, ৭কেজি গাঁজা ও ১.২৭গ্রাম হেরোইন উদ্ধারসহ ৫জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে (১৪নভেম্বর) সন্ধ্যা প্রায় ৬টা ৩০মিনিটে ফুলবাড়ী থানার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মাদক কারবারি শহিদুল ইসলাম ও লাকুকে তার নিজ বাড়ি থেকে ১শত ৪০বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। এদিকে ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে (১৪নভেম্বর) রাত প্রায় ৯টায় ফুলবাড়ীর কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের কাশিপুর বাজার থেকে কলেজ মোড় গামী রাস্তার পূর্ব পাশে ধান ক্ষেত থেকে ধর্মপুর গ্রামের মাদক কারবারি আফছার আলী কে ৭কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও উলিপুর থানার অভিযানে (১৪নভেম্বর) উলিপুর থানার সরদারপাড়া গ্রামের মাদক কারবারি মোজাম্মেল হক মিলন ও হায়াৎ খাঁ এলাকার ইমরান সরদার এবং কানিপাড়া এলাকার সোহেল রানাদেরকে ১.২৭গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ অর্থসহ হাতেনাতে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, উক্ত বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নাশকতার ও বিভিন্ন অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন তাদের কে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ