ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
লালমনিরহাটে যুবদল নেতা আটক
  • আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট
  • ২০২৩-১১-১৪ ০৫:২৪:০১

লালমনিরহাটের আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শামসুল হুদা মিন্টু (৪৫) নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে ওই উপজেলার সাপ্টিবাড়ি বাজার থেকে তাকে আটক করে পুলিশ। আটক শামসুল হুদা মিন্টু সাপ্টিবাড়ি এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে তাকে জেল-হাজতে প্রেরণ করে পুলিশ।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক জানান, গত ২৯ অক্টোবর হরতালের সময় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি'র নেতাকর্মীরা। এ ঘটনায় ৩০ অক্টোবর উপ পরিদর্শক(এসআই) আমিনুল ইসলাম বাদি হয়ে ৪১ জনের নামসহ অজ্ঞাত এক/দেড় শত জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় অজ্ঞাত অভিযুক্ত শামসুল হুদা মিন্টু পলাতক ছিলেন। সোমবার সন্ধ্যায় সাপ্টিবাড়ি বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ