ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
রায়পুরায় মোহনা টেলিভিশনের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  • বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী)
  • ২০২৩-১১-১৩ ১০:১২:৪৫

'বাংলার প্রতিচ্ছবি' স্লোগানকে ধারণ করে গৌরব ও সাফল্যের সাথে ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নরসিংদীর রায়পুরায় মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলা হলরুমে টেলিভিশনটির রায়পুরা প্রতিনিধি বিনা আক্তারের সার্বিক তত্বাবধানে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভা আয়োজন করে রায়পুরা মোহনা টিভির দর্শক ফোরাম।   

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি।

এসময় আরোও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:খান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বোরহান উদ্দিন, আইসিটি অফিসার তুষার ভট্টাচার্য, নির্বাচন কর্মকর্তা আযহারুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাকির মোল্লা।

রায়পুরা প্রেস ক্লাবের সহ-সভাপতি এস.এম শরিফ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন  রায়পুরা প্রেস ক্লাবের সভাপতি এম নুরউদ্দিন আহমেদ, রায়পুরা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান রিপন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তফা খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভাপতি টিটু ও সম্পাদক রিপন
পলাশ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন