জলঢাকা উপজেলা আওয়ামীলীগে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক স্বাক্ষরিত দলীয় প্যাডে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জেলা আওয়ামীলীগের উপ-দফতর সম্পাদক আসাদুজ্জামান আরিফ জানান, ২০২২সালের ৩০জুলাই জলঢাকা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অধ্যাপক গোলাম মোস্তফাকে সভাপতি ও আবু সাঈদ শামীমকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামীলীগের আংশিক কমিটি গঠন করা হয়।
ওই কমিটিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুরকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয় গত চলতি মাসের ১০নভেম্বর।
দায়িত্ব আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত প্রতিটি দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবো সবাইকে নিয়ে। আওয়ামীলীগকে শক্তিশালী করার পাশাপাশি আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে নিবেদিত হয়ে কাজ করবো।
প্রসঙ্গত ছাত্রলীগ ও যুবলীগে শীর্ষ নেতৃত্বে দায়িত্ব পালন করেছিলেন আব্দুল ওয়াহেদ বাহাদুর।