ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নৌকাকেই বিজয়ী করতে হবে, অন্যথায় উন্নয়ন থমকে যাবে-আফতাব উদ্দিন সরকার
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-১১-১৩ ০৬:১৩:৫৮

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। 

তিনি বলেন, আগামী নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকেই বিজয়ী করতে হবে কারণ চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে অন্যথায় উন্নয়ন থমকে যাবে। 

সোমবার দুপুরে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসুচীর আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল রানার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সহকারী কমিশনার(ভুমি) জান্নাতুল ফেরদৌস, ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ হোসেন শান্ত বক্তব্য দেন এতে।
 
পরে ইউনিয়নের বুড়িরহাট থেকে শেওটগাড়ি মাদরাসা পর্যন্ত ও ডাঙ্গারমোড় থেকে ভেলসিপাড়া পর্যন্ত ৫কিলোমিটার পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। 

হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল রানা জানান, অনুষ্ঠানে বয়স্ক-বিধবা, মাতৃত্ব, প্রতিবন্ধি, ভিজিডিসহ প্রায় ৬হাজার সুবিধাভোগী অংশগ্রহণ করেন। 

তিনি বলেন, উপজেলা প্রকৌশল দফতরের তত্বাবধানে সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে ২ কোটি ১০লাখ টাকা। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী