দিনাজপুরে বিএনপি'র ডাকা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে ভুট্টা ভর্তি ট্রাকে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
আজ সোমবার ভোরের দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গ্রেরেজে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
ভোরের দিকে এই মাল বাহির ট্রাকের উপর পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করছে।
এই মালবাহী ট্রাকের সামনের অংশ পুড়ে গেলেও কোন হতাহতর ঘটনা ঘটেনি।
এই প্রথম দিনাজপুরের মালবাহী ট্রাকে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেলেও ধরাও পাকড়াও অব্যাহত রয়েছে। প্রতিদিন জামাত-বিএনপির ১০ থেকে ১৫ জন নেতাকর্মীকে আটক করা হচ্ছে বলেও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আন্দোলন কে কেন্দ্র করে জামায়াত বিএনপির নেতাকর্মীরা অনেকটাই আত্মগোপনে রয়েছেন।