চিনের ইয়ুতে আগামী ১৩-১৫নভেম্বর অনুষ্ঠিতব্য ‘নবম ইউসিএলজি এএসপিএসি কংগ্রেস ২০২৩’ এ যোগদানের উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করেছেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
শনিবার রাত এগারটায় চায়না সাউদেম এয়ারলাইন্স যোগে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করেন তিনি।
বাংলাদেশ পৌরসভা সমিতি(ম্যাব) এর তিন সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ম্যাব প্রেসিডেন্ট দেওয়ান কামাল আহমেদ।
সফর সঙ্গি হিসেবে লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন ও টাঙ্গাইলের সখিপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ রয়েছেন।
ম্যাব সুত্র জানায়, তিনদিনের কংগ্রেস শেষে আগামী ১৬নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রতিনিধি দলের।