নরসিংদী বাদুয়ারচর রেলগেট মাস্টার বাড়ির মোড়ে পুরান অটো ব্যবসা ও মেরামতের নামে চলছে জমজমাট চোরাই কারবার। সম্প্রতি এক অবসরপ্রাপ্ত মেলেটারির দুইটি অটো ড্রাইভার এর কাছ থেকে কম দামে কিনে নেয় অটো ব্যবসায়ী রহিম।
মিলিটারি তার গাড়ি না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে রেলগেট মাস্টার বাড়ির মোড় রাহিমের দোকানে অটোর সন্ধান পায়। এখানে এসে জানতে পারেন রাহিম নামে ব্যবসায়ী এই গাড়িগুলো কিনে রেখেছে বিনা ডকুমেন্টে, মিলিটারি ওরিজিনিয়াল ডকুমেন্ট দেখালে এখানে কথিত ব্যবসায়ী সমিতি তাকে হুমকি-ধমকি দেয় , অটো উদ্ধারের জন্য মিলিটারি নরসিংদী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং রাহিমকে আটক করেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওয়ার্ড মেম্বার আলতাফ হোসেন বাজার সমিতির সভাপতি সেক্রেটারি এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা দিয়ে মিলিটারি সাথে আপোষ মীমাংসা করেন।
এ ব্যাপারে সরজমিনে গেলে রাহিম এর পরিবর্তে সমিতির সভাপতি সাধারণ সম্পাদক এসে উপস্থিত হন এবং ঘটনার সত্যতা স্বীকার করেন।
সভাপতি সেক্রেটারি বলেন আমরা মীমাংসা করে দিয়েছি আমাদের এখানে কোন চোরাই ব্যবসা হয় না ঢাকা সিলেট চট্টগ্রাম এবং অন্যান্য জেলায় আমাদের ব্যবসার অনেক সুনাম আছে। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল আমরা সমাধান করে দিয়েছি এক লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে। এ ব্যাপারে ওয়ার্ড মেম্বার আলতাব হোসেন জানান এখানে চোরাই অটো বেচাকেনার অভিযোগে পুলিশ এসেছিল পরবর্তীতে ঘটনার সত্যতা প্রমাণ হলে জরিমানা দিয়ে বিষয়টি আপস মীমাংসা করে দিয়েছি। পাশের এক ব্যবসায়ী লুৎফর রহমান জানান আমার দোকান থেকে চুরি করে তিনটি অটো নিয়ে গেছে এ বিষয়ে আমি নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি অনেকদিন গত হয়ে গেছে এখনো আমার অটো উদ্ধার হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এই এলাকার একাধিক ব্যক্তি জানান এখানে চোরাই গাড়ি ,ব্যাটারি, বেচা কেনার জমজমাট ব্যবসা হচ্ছে প্রায় ৪০ টি দোকান গড়ে উঠেছে এবং একটি সমিতি করে এ সকল ব্যবসা করছে । ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বলেন আমরা অত্যন্ত শক্তিশালী এবং ক্ষমতাধর পুলিশ প্রশাসন জনপ্রতিনিধি আমাদের কিছুই করতে পারবে না এবং আপনারা নিউজ লিখলে আমাদের কিছুই হবে না সমিতি অত্যন্ত শক্তিশালী।