ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
ভাই লীগ এমপি লীগের সুযোগ নেই: বাহাউদ্দিন নাসিম
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৮-২৬ ০৭:২৪:৫৯

দলের দুর্দিনে যারা সাহস ও সততার পরিচয় দিয়েছেন আওয়ামী লীগার শুধু তারাই। এমন মত আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের। এই নেতা মনে করেন দলে ভাই-লীগ বা এমপি লীগের কোন সুযোগ নেই। একই সঙ্গে অনুপ্রবেশকারীদের প্রবেশ ঠেকাতে না পারার দায় দলকেই নিতে হবে বলেও মত দেন তিনি।

টানা ১২ বছর ক্ষমতায় থাকার পর কেমন চলছে আওয়ামী লীগ, কারা চালাচ্ছে এই দলকে, তা নিয়ে এখন প্রায়ই আলোচনা সমালোচনা চলে দলের অভ্যন্তরে। নিউজ টোয়েন্টিফোরের সাথে আলাপচারিতায় এবার মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

বাহাউদ্দিন নাসিম বলেন, আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনে যে বা যারা অনুপ্রবেশকারী বা সুযোগ সন্ধানীদের যোগ সূত্র তৈরীতে সহায়তা করবে তাদের বিষয়ে হাইকমান্ডের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

তিনি আরো জানান, সুযোগ সন্ধানী নীতিহীন কিছু লোক দলে ঢুকে স্বার্থ আদায়ের জন্য কাজ করছে। তাদেরকে নজরদারীদের রাখা হয়েছে। এবং এখানে ভাই লীগ এমপি লীগের কোন সুযোগ নেই বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

জি কে শামীম, পাপীয়া, সাহেদদের নামের সাথে কেন বারবার আওয়ামী লীগের নাম জড়িয়ে যাচ্ছে এমন প্রশ্নে বাহাউদ্দিন নাসিম মনে করেন, এ ধরণের সুযোগসন্ধানীদের হাত থেকে দলকে পরিশুদ্ধ করতে না পারার ব্যর্থতাও নিজেদের। তবে আওয়ামী লীগ এসব সাহেদ পাপীয়াদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত রেখেছে। এই শুদ্ধি অভিযান থেকে কেউ রেহাই পাবে না।

বাহাউদ্দিন নাসিম আরো বলেন, শুদ্ধি অভিযান শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয় এই অভিযান অপরাধীদের বিরুদ্ধে। সে যে দলেরই হোক না কেন।

নাসিম বলেন, ত্যাগীদের স্থান করে দেয়ার মধ্যদিয়ে সুযোগ সন্ধানীদের দমন করা সম্ভব। সাংগঠনিক কর্মকান্ডে গতি প্রকৃতি ধরণ কিছুটা পরিবর্তন হলেও করোনার মধ্যেও দলের সাংগঠনিক কাজ চলমান রয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগষ্ট পরবর্তি কর্মপরিকল্পনাও তৈরী করা হচ্ছে বলেও জানান নেতারা।

শেখ হাসিনার উদ্যোগে দেশীয় পণ্য বিশ্বব্যাপী সমাদৃত: আমির হোসেন আমু
হরতালের সমর্থনে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন মনির, জমবে ভোটের মাঠ
সর্বশেষ সংবাদ