ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
যুবলীগ জেগে উঠেছে আর থামানো যাবে না-আসাদুজ্জামান নূর
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-১১-১১ ০৭:৪২:৩৯

নানা আয়োজনে নীলফামারীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে নীলফামারী শহিদ মিনার প্রাঙ্গণে শনিবার বিকেলে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। 

জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র বর্ধণ বাপ্পীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ। 

বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বক্তব্য দেন। 

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, যুবলীগ জেগে উঠেছে আর থামানো যাবে না। যে লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিলো সে উদ্দেশ্য ধরে রেখেছে সংগঠনটি। 

এরআগে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন। 

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ জানান, অনুষ্ঠানে দরিদ্র ৩০জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় প্রধান অতিথির হাত দিয়ে। 

অনুষ্ঠানে আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও যুবলীগের বিভিন্ন ইউটিনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী