ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গাজীপুর জাতীয় যুব দিবস পালন
  • মাছুদ পারভেজ, গাজীপুর:
  • ২০২৩-১১-১১ ০৭:৪০:২৫

স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য মধ্য দিয়ে গাজীপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

যুব উন্নয়ন অধিদপ্তর গাজীপুরের উদ্যোগে দুপুরে শহীদ আহসানুল্লাহ মাস্টার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপসচিব জহিরুল ইসলাম,মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রউফ নয়ন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) আহমার উজ্জামান, উন্নয়ন অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক হারুন অর রশীদ খান।

সভাশেষে, ৫০ জন যুব প্রশিক্ষনার্থীর মধ্যে ৬ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ, এছাড়া প্রশিক্ষনার্থীদের মধ্যে যাতায়াত ভাতা, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন ও সনদপত্র বিতরণ করা হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী