ব্যাংকার’স এ্যাসোসিয়েশন সাতক্ষীরার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে ব্যাংকারস এ্যাসোসিয়েশন সাতক্ষীরার আহবায়ক ও অগ্রনী ব্যাংক সাতক্ষীরা শাখার এজিএম ও শাখা ব্যবস্থাপক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তুফান কোম্পানী লি. এর পরিচালক ডা. আবুল কালাম বাবলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকার’স এ্যাসোসিয়েশন সাতক্ষীরার সদস্য সচিব ও আল আরাফা ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার পিও মো. কবির উদ্দীন, সোনালী ব্যাংক পিএলসি খুলনার ডিসি রোড শাখার এজিএম একেএম ফারুক ফয়সাল, পিও, ম্যানেজার মো. শহীদুজ্জামান, অগ্রনী ব্যাংক পিএলসি সাতক্ষীরা শাখার এসপিও মো. আব্দুল জলিল, কৃষি ব্যাংক সাতক্ষীরা শাখার এজিএম ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সমির কুমার বিশ্বাস , এজিএম ও শাখা ব্যবস্থাপক আজিজুর রহমান, আল আরাফা ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার এফএভিপি, শাখা ব্যবস্থাপক মো. শহিদুল হাসান, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার এসএভিপি, শাখা ব্যবস্থাপক শেখ নিয়াজ হাসান, গ্লোবাল ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার এসপিও শাহিন মোকলেছুর রহমান, সিটি ব্যাংক মংলা দিগরাজ উপ শাখা ব্যবস্থাপক শেখ আক্তারুজ্জামান কাজল, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার এফএভিপি, শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, বেসিক ব্যাংক সাতক্ষীরা শাখার শাখা ব্যবস্থাপক মৃত্যুঞ্জয় গাইন, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার এভিপি মো. আসাদুজ্জামান গোলদার। অভিষেক অনুষ্ঠানে গঠনতন্ত্র পাঠ করেন কৃষি ব্যাংক সাতক্ষীরা শাখার পিও মৃত্যুঞ্জয় সরকার, অগ্রনী ব্যাংক, সুন্দরবন শাখার এসপিও, ম্যানেজার ধর্মদাস সরকার, সোনালী ব্যাংক বুধহাটা শাখার সিনিয়র অফিসার মো. আবু সায়েম, অগ্রনী ব্যাংক গাজিরহাট শাখার এমও মো. রিয়াজুল ইসলাম। এ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা ও সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জনতা ব্যাংক বড় বাজার শাখার পিও, শাখা ব্যবস্থাপক মো. আব্দুর রহিম এবং সোনালী ব্যাং সাতক্ষীরা শাখার ম্যানেজার মনিরুল ইসলাম।