ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
দিনাজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৩-১১-০৬ ০৫:৩৯:৩৬

দিনাজপুরের পূনর্ভবা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে জড়িত ১ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার দুপুরে সদরের মাঝাডাঙ্গা এলাকার পুণর্ভবা নদীর পাশে সরকারি বালুমহাল থেকে বালুবাহী ট্রাক্টরে করে বালু উত্তোলনকালে ২ জনকে আটক করে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

আটককৃতরা একই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মমিনুল ইসলাম (৪২) ও তার ছোট ভাই আনোয়ার হোসেন (৩৮)। পরে বালু ব্যবসায়ী মমিনুল ইসলাম এর বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এর ৪ (গ) ধারা লংগনে ১৫ (১) ধারায় অর্থদন্ডে দন্ডিত করেন ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস। এ সময় উপস্থিত ছিলেন কোতয়ালী থানা পুলিশ ফোর্সসহ ভূমি অফিসের কর্মকর্তারা।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস জানান, সদরের মাঝাডাঙ্গা এলাকার বালুমহালে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন করলে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ