সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, হরতাল অবরোধ ডেকে বিএনপি নেতাদের মাঠে দেখা যায় না, জনগণের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তিনি আজ দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসুচির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রনালয়ের অধিন ১৬৯টি প্রকল্পের প্রতিনিধিদের হাতে ৫৭লাখ ৪২হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এতে বক্তব্য দেন।