ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪
দুর্গাপুর শিল্পকলা একাডেমির সভা অনুষ্ঠিত
  • দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
  • ২০২৩-১১-০৫ ১১:০৯:৩৭

রাজশাহীর দুর্গাপুর উপজেলা শিল্পকলা একাডেমির সভা অনুষ্ঠিত হয়েছে। 

৫নভেম্বর রবিবার বিকেলে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি মো. আব্দুল করিম সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও শিল্পকলা একাডেমীর কোষাধ্যক্ষ কৃষ্ণচন্দ্র, শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ও দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রব, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক প্রদ্যুত কুমার সরকার, যুগ্মসাধারণ সম্পাদক ও দূর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সালাম মৃধা,শারমিন আহমেদ পলি, সুমন আলী, আলমগীর হোসেন, মোবারক হোসেন শিশির। শিল্পকলা একাডেমীর উপদেষ্টা বাবু তারকনাথ মজুমদার, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মামুনুর  রশিদ মামুন, গামছা বাউল ডালিম, রাশেদুজ্জামান রাশেদ, সেলিম আহমেদ ও শিল্পকলা একাডেমির সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন
রাফী-তমা মির্জার প্রেমটা তাহলে আর নেই!
শাহরুখ খানকে  ছাড়িয়ে গেলেন শ্রদ্ধা কাপুর!