ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফরিদপুরে স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্ভোধন
  • ফরিদপুর প্রতিনিধি:
  • ২০২৩-১১-০৫ ১০:৫৩:০৪

ফরিদপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী  স্মার্ট কর্মসংস্থান মেলা। রবিবার সকালে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়।

স্মার্ট কর্মসংস্থান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  মেলার উদ্ভোধন করেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আয়োজনে ও কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী অলিউল্লাহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ড.মো:মিজানুর রহমান।এছাড়া জেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার বলেন, সারা বাংলাদেশের মধ্যে ফরিদপুর জেলা সর্ব প্রথম স্মার্ট জেলায় পরিনত হয়েছে।এসময় তিনি আরো বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সুযোগ ও সময়কে সঠিক ব্যবহার করতে হবে। সময় ও সুযোগ কারো জন্য অপেক্ষা করেনা। সেজন্য নির্দিষ্ট লক্ষে পৌছাতে হলে যে পরিমানে যোগ্যতা অর্জন করা দরকার এবং যে পরিমানে ত্যাগ স্বীকার করা দরকার সেই মানসিক প্রস্তুতি সকলের রাখা প্রয়োজন বলে জানান তিনি।

স্মার্ট কর্মসংস্থান মেলায় জেলার বিভিন্ন সরকারী, বে-সরকারী সংস্থা অংশ গ্রহন করেন।এসময় অতিথিরা মেলার সকল ষ্টল ঘুরে দেখেন।

পরে দক্ষতা উন্নয়নে জেলার সকল কলেজের শিক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী