ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। বিভিন্নসুত্র জানিয়েছে, সাজু পেয়েছেন ৬৬ হাজার৩১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী কলারছড়ি প্রতীকের জিয়াউল হক মৃধা পেয়েছেন ৩৭৭৫৮ ভোট। ২৮ হাজার ৫৫৬ ভোট বেশী পেয়ে জয়ী হন সাজু। এরআগে ৫০ বছর আসনটিতে জয় পায়নি আওয়ামীলীগ। আর ভোটের লড়াইয়ে নৌকা প্রতীক ছিলোনা ২২ বছর।
রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ন ভোট গ্রহন সম্পন্ন হয়।
একাদশ সংসদের মেয়াদকালে দুটি উপ-নির্বাচনসহ ৩ টি নির্বাচন হয় এখানে।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পান বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূইয়া। পরে তিনি সংসদ থেকে পদত্যাগ করলে ১ ফেব্রুয়ারিতে এই আসনে উপনির্বাচন হয়। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রতিদ্বন্ধিতা করে আওয়ামীলীগের সমর্থনে আবারো জয়ী হন উকিল আবদুস সাত্তার ভূইয়া।
গত ৩০ সেপ্টেম্বর তার মৃত্যুতে গত ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে আবারও উপনির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন। উপনির্বাচনে আওয়ামী লীগ, জাতীয়পার্টিসহ ৫জন প্রার্থী অংশ নেন। তারা হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহান আলম, জাতীয়পার্টির প্রার্থী আব্দুল হামিদ, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী সাবেক দুই বারের এমপি জিয়াউল হক মৃধা। তবে ভোটের শুরু থেকে লড়াই নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কলারছড়ি প্রতীকে হবে বলে আওয়াজ উঠে।