ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারী জেলা সচিব সমিতিতে রশিদুল সভাপতি ও নূর ইসলাম সাধারণ সস্পাদক নির্বাচিত
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-১১-০৫ ০২:৪২:২২

নীলফামারীর ইউনিয়ন পরিষদ সচিবদের সংগঠন ‘জেলা সচিব সমিতি’ এর নির্বাচনে সভাপতি হিসেবে জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের রশিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের নূর ইসলাম।
 
এছাড়া সহ-সভাপতি হিসেবে সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদের জহুরুল হক শাহ, সাংগঠনিক সম্পাদক হিসেবে সদর উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের রাজু আহমেদ ও সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের জাকির হোসেন এবং অর্থ সম্পাদক হিসেবে সদরের চড়াইখোলা ইউনিয়নের মোস্তাক হোসেন নির্বাচিত হন।
 
রবিবার ইটাখোলায় সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাহবুবুর রহমান। 

তিনি জানান, প্রতিদ্বন্ধি না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় তারা নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৫৬জন ভোটার ছিলেন। তিন সদস্যের নির্বাচন প্যানেল নির্বাচন সম্পন্ন করে। 

রশিদুল ইসলাম টানা তৃতীয় মেয়াদে এবং নূর ইসলাম টানা দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূর ইসলাম জানান, ৩১সদস্যের জেলা কমিটি গঠন করা হবে। আপাতত ৬জনের আংশিক কমিটি গঠিত হয়েছে। দ্রুত পূনাঙ্গ কমিটি গঠন করা হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী