ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
উত্তরণ পাবনার ১৬ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • আলমগীর কবীর হৃদয়, পাবনা
  • ২০২৩-১১-০৪ ১২:৪১:৩৭

অদ্য ৪ নভেম্বর বিকেল ৫ টায় দেশের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণ পাবনা'র ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও বাচিকশিল্পী সৈয়দা জহুরা ইরা'র কাচারীপাড়াস্থ বাসভবনে, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয় এর সভাপতিত্বে অনুষ্ঠান পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৩ নভেম্বর সোমবার বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত উত্তরণ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পাবনার সকল কবি সাহিত্যিক কণ্ঠশিল্পী নাট্যশিল্পী ও সাংস্কৃতিক কর্মীর নিবন্ধন ফি ছাড়াই অংশ গ্রহণ করতে পারবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সকল কে উন্মুক্ত দাওয়াত প্রদান করা হয়েছে।
 
অনুষ্ঠানে পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন জেলা থেকে অতিথি আসবেন, প্রধান অতিথি হিসাবে পাবনা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি উপস্থিত থাকতে সদয় সম্মতি প্রদান করেছেন। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার সহ সভাপতি মাসুদ হাসান রনি, সহ সাধারণ সম্পাদক রুদ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক শ্রাবন্তী মায়া, সহ সাহিত্য সম্পাদক নীলিমা নীল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আফিয়া ফারজানা, কার্যনির্বাহী সদস্য পলাশ আব্দুল্লাহ, সদস্য মুহাম্মদ বেলাল হোসেন, সহ দপ্তর সম্পাদক দীর্ত্ত বক্ষচারী প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে সভাপতি আলমগীর কবীর হৃদয় সভার সমাপ্তি ঘোষণা করে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত