ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
কাশিয়ানীতে জাতীয় সমবায় দিবস পালিত
  • মোঃ লিটন শিকদার: কাশিয়ানী, গোপালগঞ্জ
  • ২০২৩-১১-০৪ ১১:৩১:৩৫

"সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল (শনিবার) সকাল দশ টায় ৪ নভেম্বর গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় জাতীয় সমবায় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোরাদ আলি, পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোরাদ আলী। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক, সভাশেষে উপজেলার সফল সমবায়ী উদ্যোক্তা হিসেবে কাশিয়ানী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি/সাধারণ সম্পাদক, ও ঋণদান সমিতিকে ক্রেস্ট প্রদান করেন।

পরিশেষে বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির নেতৃবৃন্দদের সাথে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোরাদ আলি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা প্রমুখ স্টল পরিদর্শন করেন।

বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে’:সমাজকল্যাণ মন্ত্রী
মাধবদী বিবির কান্দিতে বেঙ্গল বি লিমিটেড ব্যাটারি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ এলাকাবাসীর
দিনাজপুরে বিদ্যুতের অভাবে সেচকাজ ব্যাহত, দুশ্চিন্তায় দিনাজপুরের বোরো চাষি
সর্বশেষ সংবাদ