ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • ২০২৩-১১-০৪ ০৯:৫৭:০৯

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর  গজারীয়া এলাকায় এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার উত্তর গজারিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। 

নিহত হলেন, উত্তর গজারি এলাকার শিমুল হোসেনের স্ত্রী পারুল আক্তার (৪৫)।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায,দীর্ঘদিন আগে উপজেলার কাঞ্চনপুর  এলাকার মৃত আব্দুল হামিদের কন্যা পারুল আক্তারের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় উত্তর গজারিয়া এলাকার শিমুল হোসেন এর সাথে। তাদের সংসারে একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। কয়েকদিন আগে পারুল আক্তারের স্বামী শিমুল হোসেন আরেকটি বিয়ে করে এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছে। প্রতি দিনের মতো শুক্রবার রাতে স্বামীর সাথে ঘুমিয়ে পড়ে পারুল আক্তার। সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে ডাকাডাকি  করলে স্ত্রীর কোন সারা শব্দ না পেয়ে ডাক-চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। পরে থানায় খবর দিলে কালিয়াকৈর থানা পুলিশ  লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল  কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরন করেন।

কালিয়াকৈর থানার উপ পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, খবর পেয়ে  লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল  কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এটি হত্যা না আত্ম হত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী