ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
ইসির সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক পেছাল
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৩-১১-০৪ ০৮:২৬:৩৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সর্বশেষ প্রস্তুতি অবহিত করতে নভেম্বরের প্রথম সপ্তাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ চেয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য কমিশন থেকে রাষ্ট্রপতির দপ্তরে সময় চাওয়া হয়। এ সাক্ষাৎ পিছিয়ে ৯ নভেম্বর দিয়েছে রাষ্ট্রপতির দপ্তর।

শনিবার (৪ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার (৫ নভেম্বর) সাক্ষাতের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু সাক্ষাতের তারিখ পিছিয়ে আগামী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

কমিশন সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের নেতৃত্বে ৪ কমিশনার এবং কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ বৈঠকে থাকবেন।

গত সোমবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেন, নির্বাচন আয়োজনে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই বলে তারা (আইনশৃঙ্খলা বাহিনী) জানিয়েছেন। নভেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফসিল।

জানা যায়, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে ভোটগ্রহণ।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ