"পুলিশ জনতা ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে - ২০২৩ পালিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২ টায় দিবস উপলক্ষে পটুয়াখালী পুলিশ লাইনস এর সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলী শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ফেস্টুন উড়ানো হয় এবং কেক কাটা হয়। পরে শিশু একাডেমিতে আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী- ২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রফেসর আব্দুস সালাম ও সাধারন সম্পাদক হুমায়ন কবির। এসময় উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।