ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য ৫১ বছর যাবৎ লরাই সংগ্রাম করে যাচ্ছে জাসদ-আফরোজা হক রীনা এমপি
  • নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
  • ২০২৩-১১-০৪ ০৮:১৩:১৫

বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য ৫১ বছর যাবৎ লরাই সংগ্রাম করে যাচ্ছে সমাজতান্ত্রিক দল জাসদ। বললেন জাসদের  কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আফরোজা হক রীনা এমপি। 

তিনি আজ ৪ নভেম্বর শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

নবীনগর উপজেলা সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক সাংবাদিক এম কে জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা জাসদের সভাপতি শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাসদের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক নাট্যজন নাদের চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মোঃ আনোয়ারুল হক, কৃষি বিষয়ক সম্পাদক  নুরুল আমিন কাউছার সহ আরো অনেকেই। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আখতার হোসেন সাঈদ।

এসময় আরো বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদের সহ সভাপতি ইয়াকুব আলী মাস্টার, সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর আলম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ দেলোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, সাবেক নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল আলম সাহন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান, দপ্তর সম্পাদক ওমর ফারুক জুন্নুন, নবীনগর পৌর জাসদের সভাপতি আলী নেওয়াজ খান সহ আরো অনেকেই। 

এসময় আমন্ত্রিত অতিথিরা আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ এর সংসদীয় আসন থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আখতার হোসেন সাঈদের নাম ঘোষণা করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী