ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
নীলফামারীতে কমিউনিটি পুলিশিং দিবসে সম্মাননা পেলেন পাঁচজন
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-১১-০৪ ০৬:৫৮:৫৪

‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ শ্লোগানে নীলফামারীতে কমিউনিটি পুলিশিং দিবস উদযাপিত হয়েছে শনিবার ৪নভেম্বর।

জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম নীলফামারী আয়োজনে কর্মসুচির মধ্যে ছিলো বনার্ঢ্য র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকালে বনার্ঢ্য শোভাযাত্রা পুলিশ সুপার কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
 
এতে বক্তব্য দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি এবং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট প্রকৌশলী সফিকুল আলম ডাবলু। 

পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আমিরুল ইসলাম। 

অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিংয়ে ভুমিকা রাখায় জেলার তিনজন পুলিশ কর্মকর্তা ও দুই জন কমিউনিটি পুলিশিং নেতাকে সম্মাননা প্রদান করা হয়। 

এছাড়াও অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক অবক্ষয় রোধে কমিউনিটি পুলিশিং এর করণীয় রচণা প্রতিযোগীতায় তিনজন এবং মাদক জুয়া, বাল্য বিবাহ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং এর ভুমিকা শীর্ষক রচণা প্রতিযোগীতায় তিনজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
 
পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম জানান, সম্মাননা প্রাপ্ত পাঁচজনের মধ্যে রয়েছেন ডিমলা থানার পরিদর্শক আব্দুর রহিম, কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক নূর ইসলাম ও ডোমার থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন এবং কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন এবং জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইটাখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু। 

সোনারগাঁও জাদুঘরের বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি
গাজীপুরে শেখ জামালের ৭১তম জন্মদিন পালন
নরসিংদীতে হিট স্ট্রোকে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার
সর্বশেষ সংবাদ