ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
এখনও পানির নিচে উপকূলের বিস্তীর্ণ এলাকা
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৮-২৪ ০৩:১২:০৩

জোয়ারের পানি কমতে শুরু করলেও এখনও পানির নিচে উপকূলের বিস্তীর্ণ এলাকা।

পানিতে ভাসছে সাতক্ষীরার আশাশুনি ও প্রতাপনগরের মানুষ। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। খাবার অভাবে মানবেতর দিন কাটছে তাদের। ভেঙে যাওয়া বাঁধ নির্মাণেও নেয়া হয়নি উদ্যোগ।

অন্যদিকে ভোলায় বাঁধ মেরামতের কাজ দ্রুত শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে এই বাঁধ টেকসই হওয়া নিয়ে শঙ্কা রয়েছে স্থানীয়দের। এদিকে, বরগুনা উপকূলে কমতে শুরু করেছে জোয়ারের পানি। তবে, ক্ষতিগ্রস্ত বাঁধের ২৮টি পয়েন্ট মেরামতে উদ্যোগ নেই, পানি উন্নয়ন বোর্ডের।

 

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা