ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও আব্দুল করিম
  • মোবারক হোসেন শিশির, (দুর্গাপুর) রাজশাহী
  • ২০২৩-১১-০২ ০৫:২৭:১৫

কৃষি শ্রমিকের কাজ-ই যাদের আয়ের প্রধান উৎস। কৃষি শ্রমিকের কাজ করে স্বল্প আয়ের মাধ্যমেই পরিবার-পরিজনদের নিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের সদস্যরা।

বর্তমান মৌসুমে কাজকর্ম না থাকাই অত্যন্ত কষ্টে দিন পথ পাড়ি দিচ্ছেন দুর্গাপুর পৌর সদরের সিংগাপূর্বপাড়া গ্রামের পিনুস পাড়ার ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর পরিবারগুলো। এমন খবর পেয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল করিম প্রতিটি পরিবারের জন্য খাদ্য নিয়ে নিজেই ছুটে গেলেন ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর পরিবার গুলোর কাছে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল করিম সেখানে গিয়ে তাদের বিভিন্ন কষ্ট দুঃখ দুর্দশার কথা শুনে তাদের সার্বিক সবসময় সহযোগিতার আশ্বাস দেন।
 
সিংগা পিনুস পাড়ার ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর প্রধান শ্রী পবন টপ্প ও মমিন টপ্প সাংবাদিকদের বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে আমাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের সদস্যরা কষ্টের দিন পার করছে এমন খবর পেয়ে একজন ইউএনও ছুটে এসে আমাদের পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ায় রীতিমতো অবিশ্বাসের মত একটি গল্প।

কিন্তু সেটি বাস্তবই প্রমাণ করে দিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক ইউএনও মো. আব্দুল করিম।

আমাদের অসচ্ছলতার খবরে খাদ্য পেয়ে আমরা অনেক খুশি ও আনন্দিত। বর্তমান সরকার এভাবে আমাদের পাশে থাকলে আমাদের আর কোনদিন খাদ্য নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। 

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম বলেন, দুর্গাপুর পৌরসভার সদরের সিংগা গ্রামের একটি পাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বেশ কয়েকটি পরিবার বসবাস করে। তাদের কাজকর্ম না থাকায় তারা অনেক কষ্টের দিন পথ পাড়ি দিচ্ছে এমন খবর পেয়ে কি আর প্রকল্পের  চাউল নিয়ে পরিবার গুলোর কাছে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা শুনি এবং তাদের খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেছি।

কোন ধর্মকে ছোট করে না দেখে অসচ্ছল পরিবারগুলোর পাশে রয়েছে বাংলাদেশ সরকার। আমি প্রজাতন্ত্র সরকারের একজন ক্ষুদ্র কর্মচারী হিসেবে সাধারণ জনগণকে সেবা প্রদান করে যাচ্ছি।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত