ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
আন্তজার্তিক ফোকলর ফেস্টিভেলে বাংলাদেশের অংশগ্রহণ
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৩-১১-০২ ০৫:১০:২০

সম্প্রতি ভারতের পারুল বিশ্ববিদ্যালয় আন্তজার্তিক ফোকলর ফেস্টিভেলের আয়োজন করে। রাশিয়া, ইতালি, ইরান, বলভিয়া, ভূটান, মায়ানমার, বাংলাদেশ ও শ্রীলঙ্কাসহ আরো অনেক দেশ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মনোরম পরিবেশে ব্যান্ডের আয়োজনে করতালির মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে পারুল ইউনিভার্সিটির অধ্যক্ষ, প্রতিষ্ঠাতা ও রিদেম ইভেন্টের পরিচালক মিস. রূপ ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝংকার ললিতকলা একাডেমীর সাংস্কৃতিক সম্পাদক  আবুল বাশার আজাদ (শাহীন)। নৃত্য পরিবেশনা করেন নৃত্যসুর একাডেমীর অধ্যক্ষ সেলিনা হক ও জিনিয়া ডান্স একাডেমীর প্রতিষ্ঠাতা জিনিয়া জোসনা। 

অনুষ্ঠান শেষে বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেষ্ট বিতরণ করা হয়।

গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন : মেহজাবীন
রাফী-তমা মির্জার প্রেমটা তাহলে আর নেই!
শাহরুখ খানকে  ছাড়িয়ে গেলেন শ্রদ্ধা কাপুর!