ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
জাতীয় যুব দিবস-২০২৩ উদ্‌যাপন উপলক্ষে যুব ঋণের চেক প্রদান, ক্রেস্ট, সনদপত্র বিতরণ ও আলোচনা সভা
  • মো. সাফিউল আলম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • ২০২৩-১১-০১ ০৯:২৪:১৯

দক্ষ যুব গড়বে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (০১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে সকালে একটি বিশাল র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় মিলিত হন। উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জনাব মাহমুদা জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুরুল আলম, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শংকর কর্মকার, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউছার, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ প্রমূখ।

এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাসহগণ উন্নয়ন কেন্দ্র অংশগ্রহণ করেন। শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে ক্রেস্ট, সনদ পত্র বিতরণ, ঋণের চেক হস্তান্তর করা হয়।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত