ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
ফরিদপুরে জেলা বিএনপির সদস্য সচিব সহ গুলিবিদ্ধ ২
  • ফরিদপুর প্রতিনিধি:
  • ২০২৩-১১-০১ ০৮:০১:৪৯

ফরিদপুরে অবরোধের সমর্থনে বিএনপির মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো কয়েকজন।  ফরিদপুর-ঢাকা মহাসড়কের বাহিরদিয়া ব্রিজের নিকট আজ বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিএনপির পক্ষ থেকে হামলার সাথে সরকার দলীয় কর্মীরা জড়িত বলে অভিযোগ করা হয়েছে। গ্রেফতার এড়াতে আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন।

জানা গেছে, বিএনপির দেশব্যাপী অবরোধের সমর্থনে বুধবার বেলা ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুরে বাহিরদিয়া ব্রীজের নিকট মিছিল বের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শুরুর পরপরই ধুলদীর দিক হতে ৩০ থেকে ৪০টি মোটর সাইকেলে করে একদল যুবক এবং ফরিদপুরের দিক হতে ১৫ থেকে ২০ জন যুবক হামলা চালায়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় শর্টগানের গুলিতে জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম গুলিবিদ্ধ হন। এছাড়া জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার শিথিল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামীম খান কায়েস ও অনিক খান জিতু, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্মরণ, জাহিদুল ইসলাম সহ আরো কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌছে তাদের দুটি মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে যায় বলে বিএনপির নেতাকর্মীরা জানান। এছাড়া ডিবি পুলিশের একটি দল শহরের পূর্ব খাবাসপুরে জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের বাসবভনে তল্লাশি চালায়। এসময় ঘরের দরজা ভেঙ্গে ডিবি পুলিশ ঘরে প্রবেশ করে বলে অভিযোগ করা  হয়। 

তবে এব্যাপারে জানতে যোগাযোগ করা হলে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ জলিল বলেন, কোমরপুরের বাহিরদিয়া ব্রিজের নিকট কোন পিকেটিং বা গুলি বর্ষণের ঘটনার খবর আমার জানা নেই। সেখানে বিএনপির কোন অবরোধ কর্মসূচি হয়েছে কিনা তাও শুনিনি এখনো। এব্যাপারে খোঁজখবর নিয়ে জানাতে পারবো।

ভোলা ইলিশা জংশন বাজারে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন
পার্বতীপুর ও সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী’র মুখ্য সচিব
কুমিল্লায় প্রতারক তাসনুবার প্রেমের ফাঁদে ব্যবসায়ী সহ অনেকে
সর্বশেষ সংবাদ