ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নানা আয়োজনে নীলফামারীতে জাতীয় যুব দিবস পালন
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-১১-০১ ০৮:০০:১৭

‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে নীলফামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে বুধবার। 

এ উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা, সনদ পত্র বিতরণ ও ঋণের চেক বিতরণ করা হয় যুব ভবনের অডিটোরিয়ামে। 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বক্তব্য দেন।
 
যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক দিলগীর আলমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন।
 
আয়োজক দফতরের পশু পালন বিভাগের প্রশিক্ষক রাজিউর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে দফতরটির প্রশিক্ষণ বিভাগের কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম সরকার বক্তব্য দেন।
 
অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া তিন জনের মাঝে সনদপত্র বিতরণ এবং চারজনের মাঝে ২লাখ ৬০হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। 

এরআগে একটি শোভাযাত্রা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বের হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। এতে যুব দফতরের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন যুব সংগঠন এবং যুব প্রতিনিধিরা অংশ নেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী