বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, পুলিশ হত্যা ও অপতৎপরতা প্রতিরোধে যুবলীগের প্রতিটি নেতা কর্মী মাঠে রয়েছে বলে জানিয়েছেন নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
বুধবার দুপুরে জেলা শহরের শহিদ মিনার প্রাঙ্গণে জেলা যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন তিনি।
জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সুধির রায়ের সভাপতিত্বে সমাবেশে জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহ আনোয়ার হোসেন, পৌর সভাপতি শাহজাহান আলী, সদর উপজেলা সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক প্রবানন্দ রায় রাখাল।
এ বক্তারা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি-জামাত সারাদেশে নাশকতা শুরু করেছে আন্দোলনের নামে। তাদের এই উদ্দেশ্য সফল হবে না। তাদের রুখতে নেতা কর্মীরা মাঠে অবস্থান করছেন।