ঈশ্বরদী রেলস্টেশনে ঢাকা- কোলকাতা গামী আন্তর্জার্তিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে বিএনপি’র নেতাকর্মীরা হামলা করেছে। এসময় তারা চলন্ত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল এবং পাথর নিক্ষেপ করে।
সড়কপথ,নৌ-পথ ও রেলপথে লাগাতার ৩ দিনের অবরোধ পালন। বুধবার অবরোধের ২য় দিনে অদ্য ১নভেম্বর সকাল ১১ টা ৫৫ মিনিটে ঈশ্বরদী থেকে ঢাকা অভিমুখে যাত্রাকালে শহরের লোকোসেড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫-১৬ জনের একদল যুবক মৈত্রী ট্রেনে ককটেল, পাথর ও ইট দিয়ে ঢিল ছুড়ে ট্রেন থামানোর চেষ্টা করে। এসময় ট্রেনের জানালার দুইটি গ্লাস ভেঙ্গে গেছে হামলা কারীদের নিক্ষেপ করা পাথরের আঘাতে। তবে চালক ট্রেন না থামিয়ে দ্রুত ঢাকা অভিমুখে চলে যায়।
পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী বীরবল মন্ডল ও পাকশী রেলওয়ে পুলিশ সুপার সাহাব উদ্দীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।