আসন্ন রাস মেলা ও রাস পূর্ণিমা উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন এর আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক এর দরবার হলে জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (র্সাবিক) শেখ আবদুল্লাহ সাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আরডিসি) মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন , কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হালদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার পটুয়াখালী প্রেসক্লাব ও পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জি প্রমূখ। সভায় রাস উৎসব সুষ্ঠু ভাবে পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।